কতদিন সিম বন্ধ থাকলে সিমের মালিকানা পরিবর্তন হয়ে যায়

 মোবাইলে সিম নিয়ে আপনিও বিপদে আমিও বিপদে আছি। মোবাইলে সিম অনেকদিন ব্যবহার না করার ফলে বা বন্ধ থাকার কারণে ওই সিমে কল দিলে অন্যজনের কাছে কল চলে যাওয়ার কারণ।




সিম নিয়ে বিরম্বনার শিকারঃ  

৪৮০ দিন সিম বন্ধ থাকলে বা ব্যবহার না করলে সিমের মালিকানা চেঞ্জ হয়ে যাবে বা সিম বন্ধ হয়ে যাবে।

আপনি একটা সিম কিনলেন পরবর্তীতে অনেকদিন ব্যবহার না করার ফলে ওই সিম টাই আবার অন্যজনের কাছে বিক্রি করে দেই সিম কর্তৃপক্ষ। অনেকদিন পর আপনার কোন পরিচিত বা অন্য কেউ যখন আপনার সেই নাম্বারে কল দেয় তখন কল চলে যায় অন্য জনের কাছে কারণ এই সিম টি আবার সিম কর্তৃপক্ষ অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছে এবং ঐ সিমের মালিকানা আপনার কাছে নেই অন্যজনের কাছে। এখন আপনি যদি চেক করেন ওই সিমের মালিক কে তাহলে দেখবেন অন্য কেউ। কারণ সিম টি পুনরায় বিক্রি করা হয়েছে এরকম  বিরম্বনার শিকার আপনিও হচ্ছেন আমিও হচ্ছি ।

যে কোন সিম কতদিন আপনার মালিকানায় থাকবেঃ

আপনি সিম কিনার পর সেটা যদি ব্যবহার না করেন বা বন্ধ করে রাখেন তাহলে কি হবে দেখুন।

বাংলাদেশের  নিয়ম অনুযায়ী  যে কোন সিম টানা ৪৫০ দিন বা ১৫ মাস ব্যবহার না করলে সেটির মালিকানা ধরে রাখতে গ্রাহক আরো ৩০ দিন সময় পাবে। ৪৮০ দিনের মধ্যে বন্ধ সিম টি চালু না করা হলে সেটির মালিকানা হারাবেন গ্রাহক। পরবর্তীতে সিম টির মালিকানা দাবি করতে পারবে না গ্রাহক এবং সেটি অন্য গ্রাহকের কাছে পুনরায় বিক্রি করা হবে। অনেকেই আপনার আমার মত এ নিয়মগুলো জানে না বিধায় হয়রানির শিকার হয়।আপনি যদি পরবর্তীতে সিম টি ব্যবহার করতে চান তাহলে ৪৮০ দিনের মধ্যে আপনাকে সিম টি চালু করতে হবে এবং রিচার্জ করতে হবে। তাহলে আপনি ব্যবহার করতে পারবেন না হলে সিম টির মালিকানা নিশ্চিত হারাবেন।

কি করলে আপনার সিম টি আর অন্য কারো কাছে বিক্রি করতে পারবেনাঃ

মনে করেন আপনি একটা সিম ব্যবহার করছিলেন এখন অনেকদিন বন্ধ রাখতে চাচ্ছেন বা চার পাঁচ বছর পর ব্যবহার করতে চাচ্ছে তাহলে কি করবেন।মনে করেন আপনার সেই সিম টি রবি তাহলে আপনাকে ৪৯৬ টাকা বা কাস্টমার কেয়ার যা বলবে তা রিচার্জ করবেন তবে বিকাশ বা নগদের দোকান থেকে নয় রিচার্জ টা করবেন রবির কাস্টমার অফিস থেকে তাদের মাধ্যমে তাহলে তিন বছর আপনি সিম টি বন্ধ থাকলেও কোন সমস্যা হবে না। 

এর জন্য রবির কাস্টমার কেয়ারের সাথে সরাসরি কথা বলবেন আগে তারপরে কাস্টমার অফিস থেকে রিচার্জ করবেন। তাহলে আপনার সিম কি আর কেউ ব্যবহার করতে পারবে না আপনার নামই থেকে যাবে। আপনি যদি মনে করেন তিন বছর নয় পাঁচ বছর বন্ধ রাখার পর ব্যবহার করবেন তাহলে কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন তারপরে তাদের কথা অনুযায়ী রিচার্জ ৭৯৬ টাকা বা তারা যা বলবে তা রিচার্জ করবেন। 

কাস্টমার কেয়ার আপনাকে যা রিচার্জ করতে বলবে তা আপনি তাদের মাধ্যমে রিচার্জ করবেন, তাহলে আপনার সিম টি পাঁচ বছরের জন্য নিরাপদে থাকবে এবং আপনার মালিকানায় থাকবে । আপনি যতদিন সিম বন্ধ রাখতে চান তার জন্য আপনাকে কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন সেখানে যে ,তাহলে সব থেকে ভালো হবে আপনার জন্য। 

 অন্য সিমে গুলোর জন্য কি করবেনঃ 

অন্যান্য সিমের জন্য একই কাজ টাকা একটু কম বেশি হতে পারে। 

অন্যান্য সিমের জন্য একই কাজ আপনার যে সিম হবে সেই সিমের কাস্টমার কেয়ার কাছে যেতে হবে তাদের সাথে কথা বলতে হবে  তাদের কথা অনুযায়ী আপনি যত বছরের জন্য বন্ধ রাখবেন সে মোতাবেক কাস্টমার কেয়ার থেকে রিচার্জ করে নেবেন তাহলেই হবে। কখনোই ভুল করে বিকাশ বা নগদের দোকান থেকে রিচার্জ করবেন না তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই আপনি যে সিম টি বন্ধ রাখতে চাচ্ছেন সেই সিমের কাস্টমার কেয়ার সাথে কথা বলতে হবে এবং তাদের মাধ্যমে রিচার্জ করতে হবে ।এই কাজগুলো অবলম্বন করলে আপনার সিম আপনার থাকবে এবং অন্যজন ব্যবহার করতে পারবে না।

একটি সিম ৪৫০ দিন বন্ধ থাকা পর্যন্ত সচল থাকে পরবর্তীতে আরও ৩০ দিন সময় পাবেন এবং তারপরও বন্ধ থাকলে সিম টি বন্ধ হয়ে যাবে বা অন্যজনের কাছে বিক্রি করে দেবে সিম কোম্পানি পুনরায়। আর আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বলে রিচার্জ করে নিলে আপনার সিম টি সচল থাকবে আপনার মালিকানায়।

বর্তমানে সিমের অপব্যবহারঃ

আমাদের প্রত্যেকেরই করণীয় অপরিচিত কাউকে সিম তুলে না দেওয়া বা নিজের সিম ব্যবহার করতে না দেওয়া। মনে করেন আপনি একজনকে সিম তুলে দিলেন পরবর্তীতে সে যদি কোন সিমের অপব্যবহার করে তাহলে দায়ী থাকবেন আপনি সমস্ত দায়ভার আপনার উপর পড়ে যাবে কারণ সিম টি আপনার এনআইডি দিয়ে তুলা। আমাদের সকলকে সচেতন থাকতে হবে এবং সুনাগরিক হয়ে বাঁচতে হবে।

সিমের মালিকানা চেকের নিয়মঃ

আপনার কাছে যে সিম টি আছে সেটা আপনার NID দিয়ে তোলা কিনা বা আপনার NID দিয়ে কয়টি সিম তোলা হয়েছে তা কিভাবে দেখবেন।

যে কোনো ফোনে আপনার NID দিয়ে তোলা একটা সিম থাকলে সেই সিম থেকে ডায়েল করবেন করতে হবে *16001# তারপরে আপনার ফোনে চার সংখ্যার NID নাম্বার চাইবে তখন সেখানে আপনার NID নাম্বারের শেষের চারটি সংখ্যা লিখবেন। সাথে সাথে আপনার ফোনে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেখানে নাম্বার সহ উল্লেখ্য থাকবে প্রতিটা নাম্বারের প্রথম ও শেষ।

সকল সিমের নাম্বার চেক করার নিয়মঃ

মনে করেন আপনার ফোনে একটি সিম রয়েছে এবং আপনি সেটির নাম্বার ভুলে গেছেন তাহলে কি করবেন।

আপনার ফোনের সিম টি দেখতে হলে আপনাকে প্রথমত ফোনে কোন সিম রয়েছে সেটি জানতে হবে তারপর যদি সেটা গ্রামীন সিম হয় তাহলে ডায়েল করতে হবে *2# তাহলে সাথে সাথে আপনার গ্রামীন সিম টির নাম্বার শো করবে।

Grameenphone SIM / Skitto SIM *2#

বাংলালিংক সিমের নাম্বার কিভাবে দেখবেন 

যদি আপনার ফোনে বাংলালিংক সিম থাকে তাহলে আপনাকে প্রথমে ডায়েল করতে হবে *511# তাহলে আপনার বাংলালিংক সিমের নাম্বার টি দেখতে পাবেন।

 Banglalink SIM *511# 

রবি সিমের নাম্বার কিভাবে দেখবেন 

রবি সিমের নাম্বার দেখার জন্য প্রথমে আপনাকে ডায়েল করতে হবে *102*2*4# তাহলে আপনার সিমের নাম্বার টি দেখতে পাবেন।

Robi SIM *140*2*4#

এয়ারটেল সিমের নাম্বার কিভাবে দেখবেন

এয়ারটেল সিমের নাম্বার দেখার জন্য আপনার প্রথমে ডায়েল করতে হবে *121*7*3# তাহলে আপনি আপনার এয়ারটেল সিমের নাম্বার টি দিতে পাবেন।

Airtel SIM *121*7*3#





 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url